আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মত দুই মুসলিম তরুণী হিপ-হপ শিল্পী হিসেবে ব্রিটেনে সঙ্গীত পরিবেশন করার সুযোগ পেয়েছেন।
জ্যামাইকান বংশোদ্ভুত মুনিরা ও সুকিনা নামের এই দুই তরুণীর ব্যান্ড দলের নাম ‘পয়েটিক পিলগ্রিমেজ’।
যুক্তরাজ্যের বিভিন্ন নারী সম্প্রদায়ের মাঝে হতে যাওয়া এ সফর নিয়ে তারা অনেকভাবেই নিরুৎসাহিত হচ্ছেন। বিশেষ করে কিছু মুসলিম মনে করেন সঙ্গীত এবং গণ অনুষ্ঠানে নারীদের প্রকাশ্য অংশগ্রহণ ইসলামে নিষিদ্ধ কাজ।
এরপরেও তারা আশাবাদী। তারা মনে করছেন তাদের এই সঙ্গীত ব্রিটেনে বিভিন্ন সমাজ থেকে আসা মুসলিম নারীদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হবে।
হিপ-হপ হিজাবিস শিল্পী মুনিরা ও সুকিনা বলেছেন, ‘তাদের এই সঙ্গীত তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে নতুন কিছুর পথ দেখিয়েছে। সংগীতের এই ভ্রমণ থেকে তারা যা শিখেছে, সারা বিশ্বের অন্য মুসলিম নারীদের সাথে তা তারা ভাগাভাগী করতে চান।’
ইসলামে ধর্মান্তরিত এই দুই তরুণীকে অনেকেই সন্দেহের চোখে দেখেন। তারা মনে করেন, হিপ-হপ শিল্পীদের পদচারণায় বাজার সয়লাব থাকায় এই দুই তরুণী ইসলাম গ্রহণ করে লাইমলাইটে আসতে চাচ্ছেন।