আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:- স্বল্পোন্নত দেশের ষ্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরনের যোগ্যতা অর্জনে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে সেবা সপ্তাহ পালিত হয়েছে দিনাজপুরের হিলিতে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় নানা কর্মসুচির আয়োজন করে হাকিমপুর উপজেলা পরিষদ। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এর আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার শুকরিয়া পারভীন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদ হোসেন চৌধুরী, হিলি স্থলবন্দর আমদানি রপ্তানী গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন প্রমুখ।