হিলি প্রতিনিধি:- দিনাজপুরের হিলিতে ৭ই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
এউপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ৮টায় হিলি বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়। এর পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পূষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরে জিয়াউর রহমানসহ দলের নিহত সকল নেতা কর্মীদের স্মরনে বিশেষ দোয়া করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌরবিএনপির সাধারন সম্পাদক নাজমুলহক, বিএনপি নেতা আলী হোসেন, মোফাসহ অনেকে।