আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি চেকপোষ্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরেছে রাফি শেখ (১৫) নামে এক কিশোর। সে ভারতের পশ্চিম বঙ্গের বালুরঘাট শোভায়ন হোম শিশু-কিশোর শোধনাগারে আটক ছিল।
গতকাল বেলা সাড়ে ১২ টার দিকে সে দেশের শোভায়ন হোমে ২১ মাস আটক থাকার পর দেশে ফিরেছে।
এ সময় হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও বিএসএফ উপস্থিতে ভারত ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা ওসি বিকাশ মন্ডল তাকে হস্তান্তর করেন।
রাফি শেখ জানায়, সে ২০১৬ সালের মে মাসে দালাল মাধ্যমে হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে বালুরঘাট আইন প্রয়োগকারি সংস্থার হাতে আটক হয়। সে তার মা’র সাথে দেখা করার উদ্দ্যেশে ভারতে গিয়েছিল।
ফিরে আসা রাফি শেখ খুলনা দৌলতপুর থানার দেওয়ানা মোল্লা বাজার এলাকার ফেরদৌস শেখের ছেলে।