১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




হিলি স্থলবন্দরে দ্বিগুণ রাজস্ব আদায়

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০১৮, ১৪:৪২ | 731 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
দেশের দ্বিতীয় বৃহত্তর দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাস্টমস হাউসে ২০১৭-১৮ অর্থ বছরের প্রথম ৬ মাসের লক্ষ মাত্রার চেয়ে ৪৬ কোটি ১৭ লাখ টাকার বাড়তি রাজস্ব আদায় হয়েছে।
এ ধারা অব্যহত থাকলে চলতি বছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্ধারিত লক্ষমাত্রার চেয়ে দ্বিগুন রাজস্ব আদায় সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমদানি বাড়ায় রাজস্ব আদায় বেড়েছে বলে জানিয়েছে এ বন্দরের ব্যাবসায়ীরা।

হিলি কস্টমস সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ নির্ধারণ করেছে ১৯০ কোটি টাকা। আর প্রথম ছয় মাসের রাজস্ব আদায়ের লক্ষমাত্রা ছিল ৪৬ কোটি ৭৮ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৯২ কোটি ৯৩ লাখ  টাকা। অর্থাৎ প্রথম ছয় মাসের লক্ষমাত্রার চেয়ে ৪৬ কোটি ১৭ লাখ টাকা বেশী রাজস্ব আদায় হয়েছে।

অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা ছিল ৪ কোটি ১২ লাখ, এর বিপারীতে আদায় হয়েছে ২৬ কোটি ২৬ লাখ ৫১ হাজার টাকা।  আগস্টে ৬ কোটি ১১ লাখ টাকার বিপরীতে ১২ কোটি ৭৫ লাখ ২৯ হাজার টাকা। সেপ্টেম্বরে ৭ কোটি ৬৬ লাখ টাকার বিপরীতে ৬ কোটি ৭৯ লাখ ২২ হাজার টাকা। অক্টোবর মাসে ১০ কোটি ৫৮ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ১১ কোটি ৮৭ লাখ ২২ হাজার টাকা। নভেম্বর মাসে ৮ কোটি ১৫ লাখ টাকার বিপরীতে ১৯ কোটি ৪৬ লাখ টাকা এবং ডিসেম্বর মাসে ১০ কোটি ১২ লাখ টাকার বিপরীতে ১৬ কোটি ৪৭ লাখ টাকা আদায় হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, এ বন্দর দিয়ে চাল আমদানি বেশী হওয়ায় রাজস্ব আদায় বেড়ে গেছে। এ ছাড়াও বন্দরের রাস্তাগুলো প্রশস্ত হলে আমদানি আরো বাড়বে বলে তিনি জানান।

এ ব্যাপারে হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারি কমিশনার মশিয়ার রহমান মন্ডল জানান, ব্যাবসায়ীদের কোন রকম হয়রানি না করে দ্রুত পণ্য ছাড়করণ করায় অন্য বন্দরের ব্যাবসায়ীরা এ বন্দর দিয়ে ব্যাবসায় ঝুঁকে পড়েছে। ফলে লক্ষমাত্রা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি আরো গতিশীল করতে ভারত হিলি কাস্টমস কর্তৃপক্ষের সাথে নিয়মিত বৈঠক করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET