এম.মনসুর আলী,সরাইল(হাওরাঞ্চল) থেকে।।
সরাইল উপজেলার অরুয়াইলে প্রতিবন্ধী এক কিশোরকে হুইলচেয়ার দিলেন আব্দুল খালেক নামের এক দরদী ব্যক্তি।
আজ সকাল১১টায় মানিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ব্যবসায়ী আব্দুল খালেক আবু বকর নামের এক প্রতিবন্ধীকে তার অরুয়াইল অফিসে এনে একটি হুইলচেয়ার দান করেন।প্রতিবন্ধী আবু বকর উপজেলার জয়ধর গ্রামের হতদরিদ্র সিদ্দিক মিয়ার বড় ছেলে।
উল্লেখ্য- গত কয়েক দিন আগে একুশে আলোর সরাইল হাওরাঞ্চল প্রতিনিধি এম মনসুর আলী “প্রতিবন্ধীর হুইলচেয়ার চাই” শিরোনামে ফেসবুকে একটি পোস্ট দেয়।তার এই পোস্টে সারা দিয়ে এগিয়ে আসে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক। আব্দুল খালেক বলেন, শুনেছি দীর্ঘদিন ধরে আবু বকর একটি হুইল চেয়ারের জন্য কাঁন্নাকাটি করছে। কিন্তু টাকার অভাবে তার পরিবার তাকে হুইল চেয়ার কিনে দিতে পারছেন না। তাই আবু বকরকে একটি হুইল চেয়ার কিনে দিলাম।
প্রতিবন্ধী আবু বকরের মামা খলিল মিয়া বলেন, বাক ও শারীররিক প্রতিবন্ধী আবু বকরের হাসি ও অঙ্গ-প্রতঙ্গের নাড়াছাড়া দেখে বুঝতে পারছি হুইল চেয়ার পেয়ে সে মহাখুশি হয়েছে।আমরা আব্দুল খালেক ভাইয়ের জন্য দোয়া করি, সে যেন তার ব্যবসা ক্ষেত্রে সাফল্য লাভ করে মানুষের সেবা করতে পারে।
Please follow and like us: