৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




হুথি হামলার জের, লোহিত সাগরে ২৯ কিমি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে তেল

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২৪, ২২:৪১ | 703 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দ্বারা একটি পণ্যবাহী জাহাজে আক্রমণের ফলে লোহিত সাগরে ছড়িয়ে পড়েছে তেল । যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি “পরিবেশগত বিপর্যয়” সম্পর্কে সতর্ক করেছে। ইরানের মদতকারী এই গ্রুপটি ১৮ ফেব্রুয়ারি একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাজ্যের মালিকানাধীন, বেলিজ-পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার রুবিমারকে আঘাত করেছিল। এটি লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব আল-মান্দেব প্রণালী দিয়ে  সংযুক্ত আরব আমিরাতে খোর ফাক্কান ছেড়ে বুলগেরিয়ার পথে যাচ্ছিলো । হুথিদের হামলার জেরে জাহাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।  ক্রুরা যাদের সবাই নিরাপদ ছিলেন প্রাণ বাঁচাতে জাহাজটি পরিত্যাগ করতে বাধ্য হন। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে জাহাজটি এখন “নোঙ্গর করা হয়েছে।  কিন্তু এর থেকে  ২৯-কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তেল।  হামলার সময় জাহাজটি ৪১,০০০ টনের বেশি সার পরিবহন করছিল, সামরিক বাহিনী বলছে এই সার  লোহিত সাগরে ছড়িয়ে পড়তে পারে এবং এই পরিবেশগত বিপর্যয়কে আরও খারাপ করে তুলতে  পারে। ইউএস সেন্ট্রাল কমান্ড বলছে , ”হুথিরা  নির্বিচার আক্রমণের মাধ্যমে আঞ্চলিক প্রভাবের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে চলেছে।

 মাছ ধরার শিল্প, উপকূলীয় সম্প্রদায় এবং খাদ্য সরবরাহের আমদানিকে হুমকির মুখে ফেলেছে। ”

মার্কিন সম্প্রচারকারী সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলেছে যে লোহিত সাগরে ক্রমাগত হুথি হামলা জাহাজটিকে বন্দরে নিয়ে যাওয়ার চেষ্টাকে  কঠিন করে তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা নিশ্চিত নন যে কী ধরনের পদার্থ পানিতে মিশছে। হুথিরা লোহিত সাগরের মধ্য দিয়ে বাণিজ্য ব্যাহত করছে, তারা বলেছে যে ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তাদের আক্রমণ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য হুথিদের হামলার প্রতিক্রিয়া হিসাবে ইয়েমেন জুড়ে  বোমাবর্ষণ করছে। সামরিক সংঘর্ষ এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

সূত্র :  আলজাজিরা

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET