
নজরুল ইসলাম চৌধুরীঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট’র মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ যবদলের সভাপতি মুন্সি রফিকুল আলম মজনু ছাগলনাইয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। শনিবার (১৫ ডিসেম্বর) সকালে ছাগলনাইয়া জমদ্দার বাজারে বিএনপির নির্বাচনী অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ধানের শীষ প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, সারা দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু না থাকলেও আমার নির্বাচনী এলাকা ফেনী-১ সাংসদীয় আসনে আমি ১০ ডিসেম্বর থেকে প্রচার প্রচারণা করছি। আমার ফেনী-১ এলাকায় নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে। তবে তিনি অভিযোগ করেন, আমি নির্বাচনী প্রচারণা করে আসার পর কিছু কিছু স্থানে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ঘরে গিয়ে গ্রেফতার করছে। তিনি বলেন, আমি আশা করবো প্রশাসন নিরপেক্ষ ভুমিকা পালন করবে এবং সকল দলের সকল প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় সমচোখে দেখবে।
আ’লীগের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণায় কোনো বাধা কিংবা হুমকি দিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম মজনু সাংবাদিকদের বলেন, আমি এ এলাকার সন্তান। কারো হুমকির তোয়াক্কা করিনা। তিনি বলেন, ফেনী-১ আসনের ৯০ ভাগ ভোটার ধানের শীষের পক্ষে আছে এবং ভোট দিবে ধানের শীষে। আমার লক্ষ একটাই সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে কাজ করবো।
ফেনী-১ আসনের সাংসদ নির্বাচিত হলে এ এলাকার জন্য কি কি উন্নয়ন কাজ করার ইচ্ছে আছে এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম মজনু বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূল করবো এবং শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে ফেনী-১ আসনের জনগণের কাজ করবো।
ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলমগীর বিএ’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন সরকার, পৌর বিএনপি’র সভাপতি ইউছুফ মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল লতিফ, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার রুমা, উপজেলা যবদলের সভাপতি কাজী জসিম, বিএনপি নেতা বাবুল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: