
নিজস্ব প্রতিবেদকঃ- আজকে সকাল ৬ ঘটিকার সময়ে মালদ্বীপে হিন্নাভারু নামক একটি দ্বীপে নাছির উদ্দীন নামের এক যুবক মৃত্যু বরন করেন, তিনার বয়স (৩২) বছর বলে জানা যায়। আরও জানা যায় যে তিনি হৃদয় রোগে আক্রান্ত হয়ে তিনার নিজ বাসস্থানে মৃত্যুবরণ করেন ৷ মৃত নাছির উদ্দিনের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া বাঞ্ছারাপুর থানায়, তিনি – তিনার পরিবারকে সচল করার জন্যে গত ৬ বছর আগে বিদেশে গমন করেন। নাছির উদ্দিনের লাশে দেশে পাঠানো হবেনা বলে জানা যায়, মালদ্বীপেতেই তিনার লাশের দাফনের ব্যবস্থা করা হবে ও তার পরিবার মালদ্বীপে দাফনের অনুমতি দিয়েছেন বলে জানা যায়।
Please follow and like us: