
ফেনী সংবাদদাতা :- ফেনীর স্বেচ্চাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালিত হেডমাস্টার ফারুক ভূঁঞা মেমোরিয়াল লাইব্রেরি মঙ্গলবার বিকেলে ফেনী আইটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ পরিচালক মো: মাকছুদুর রহমান। লাইব্রেরীর পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কৃষি ব্যাংক ফেনী জোনের এজিএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি কবি মু. ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ। বক্তব্য রাখেন কবি হেলাল শাহাদাত, কবি রেহানা ইয়াসমিন, রোটা: মাখযাম হায়দার মিরাজ, দাগনভূঞা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী ইফতেখার, উজ্জীবক আর্ট স্কুলের পরিচালক গিয়াস উদ্দিন, তরুণ সংগঠক মিনহাজ উদ্দিন, ফেনী আইটি সেন্টারের প্রশিক্ষক মো: মিজানুর রহমান পলাশ, শিক্ষার্থী হামদান হোসেন প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে লাইব্রেরীর শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং ফেনীর তিন লেখক লাইব্রেরীর জন্য নিজের লেখা বই উপহার দেন।