আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানদের কয়েক দফা হামলায় ৫০ জনের বেশি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে দেশটির পুলিশ বাহিনী জানিয়েছে।
রবিবার ও সোমবার এ হামলা চালানো হয়।
কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা হেলমান্দে গত এক বছর ধরে হামলা জোরদার করেছে তালেবান।
বৃহত্তর হেলমান্দ অঞ্চলের পুলিশ প্রধান ইসমাতুল্লাহ দৌলতজেই জানিয়েছেন, তালেবান হামলায় সোমবার ২৪ জন পুলিশ কর্মকর্তা নিহত হন। এর আগের দিন রবিবার মারা যায় আরো ৩৩ পুলিশ কর্মকর্তা। হামলায় আরো অন্তত ৪০ জন আহত হয়েছে।
সংঘর্ষে তালেবানের পক্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।
পাকিস্তানের পশ্চিমাঞ্চলে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় তালেবান নেতা মোল্লা আখতার মানসুর নিহত হওয়ার পর হেলমান্দ প্রদেশে এসব হামলার ঘটনা ঘটল। তালেবান মোল্লা মানসুর হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।