তপন সরকার, হোমনা প্রতিনিধি-
কুমিল্লার হোমনা উপজেলার পাথালিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্নরায় কমিটি গঠন করা হয়।আজ সকাল ১০.০০ ঘটিকায় সময় পাথালিয়াকান্দি বিদ্যালয়ের অফিস কক্ষে ১১সদস্য বিশিষ্ট পূর্নরায় নতুন কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশিদ স্যারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতিআয়েশা আমজাদ। প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতি মেরুদন্ড ,তিনি আরো বললেন শিক্ষাই মানুষকে উন্নতির স্বর্ণ শিখরে পেীছাতে সক্ষম । আরো উপস্থিত ছিলেন মো: সেলিম, আলম মোল্লা , বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,জুবেদা খাতুন,সাথী বেগম, কামরুনাহার, সালাউদ্দিন সরকার, ফুল মিয়া ভাই, হাব্বি মিয়া, সত্তার , দৈনিক মুক্তকন্ঠের ও নয়া আলোর হোমনা প্রতিনিধি তপন সরকার প্রমুখ।