২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




হোমনায় মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষ

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২৪, ২০:৪৩ | 633 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার হোমনায় পাওনা টাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হল মো. মিজানুর রহমান, মো. জুয়েল,খাজা আহম্মেদ, কাতেবুর রহমান, আবদুল রহমান, মো. সাগর। আহত কাতেবুর রহমান ও খাজা আহম্মদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে কাশিপুর গ্রামের আবদুর রহমানের সাথে ওমরাবাদ গ্রামের জুয়েল মিয়ার বাগবিতণ্ডা হয়। এ ঘটনা মিমাংশা করার জন্য ওমরাবাদ গ্রামের কিছু লোক বাজারে আসলে কাশিপুর গ্রামের মসজিদে ঘোষনা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বাজারের কয়েকটি দোকান ভাংচুরও লুটপাট হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাদেক সরকার বলেন, পাওনা টাকা নিয়ে জুয়েল ও রহমানের মধ্যে বাগবিতন্ডা হয়। এ টিকে কেন্দ্র করে মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহীনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে দুই যুবকের মধ্যে বাগবিতন্ডা হয়। এ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রাহন করা হবে বলে জানান তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET