১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




হোমনায় ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২২ ২০২৫, ২১:৫৮ | 614 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকার থেকে পলিথিন দ্বারা মোড়ানো তিনটি প্যাকেটে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার ২২শে জুন দুপুরের দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় পশ্চিম পাশে ছিনাইয়া হইতে মেঘনা অভিমুখী রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর সময় একটি প্রাইভেটকার থেকে এই গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার কাপাসিয়াপাড়া এলাকার গোলাম রাব্বানীর ছেলে মো. গোলাম সারোয়ার সিয়াম (২৬)। অপর মাদক কারবারি হলেন ঢাকা সবুজবাগ থানা বাসাবোর এলাকার আবু তাহেরের ছেলে মো. রুমেল ইসলাম (২৩)। বর্তমানে উভয়েই ঢাকা গোড়ানের টিএস ও এলাকায় থাকেন।

পুলিশ সূত্রে জানাযায়, তল্লাশি চালানোর
সময় একটি প্রাইভেটকার দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে থামিয়ে তল্লাশি চালানো হলে কারের পেছনে ডালায় রাখা প্লাস্টিকের কাগজে মোড়ানো ৩টি প্যাকেটে রাখা ৯ কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা অবৈধ মাদকদ্রব্য গাঁজা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা হতে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ছাড়া মাদক কারবারি কাজে ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করে,

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। সোমবার আদালতের মাধ্যমে তাদের কে জেল হাজতে পাঠানো হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET