মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের আওতাধীন রামকৃষ্ণপুরের এক দরিদ্র দিনমজুরের শিশুকে ধর্ষণের অভিযোগে পলাতক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। হোমনা থানার পুলিশের একটি দল গতকাল বুধবার রাতে ঢাকার তেজগাঁও এলাকায় রফিকুলের এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। রফিকুল হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। উল্লেখ্য গত ২৯ মার্চ উপজেলার এক দরিদ্র দিনমজুরের শিশু (১১) রামকৃষ্ণপুর বাজার থেকে কেরোসিন তেল নিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়। পরে শিশুটির বাবা রফিকুল ইসলামকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, তাঁকে থানায় নিয়ে আনা হয়েছে।