মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়ন পাথালিয়া কান্দী মজিদের গ্যারেজ থেকে গভীর রাতে তিনটি অটো রিকশা থেকে ১২ টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে । ক্ষতিগ্রস্ত রিকশা স্বত্তাধিকারিরা হলেন নজুরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো.কবির মিয়া, খোদেদাউদপুর গ্রামের মৃত সিরোমিয়া ছেলে মো. কবির মিয়া, নজুরপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. হাসান মিয়া। ক্ষতিগ্রস্ত অটো রিকশা চালকরা বলেন,গতকাল সারাদিন রিকশা চালিয়ে সন্ধার দিকে গ্যারেজে রেখে গিয়েছিলাম। কিন্তু আজ বৃহস্পতিবার ভোরে যখন রিকশা বের করতে আসি তখন দেখি যে গ্যারেজের দরজা ভাঙ্গা এমন অবস্থায় ভিতরে ঢুকে দেখি আমাদের তিনটি রিকশার ব্যাটারি চুরি হয়েছে। যার আর্থিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
এমন ঘটনায় অটো রিকশা মালিকদের মাঝে উদ্ধেগ বিরাজ করছে। এব্যাপারে অটোরিকশা গ্যারেজের মালিক সালাউদ্দিন বলেন,এর আগে এমন ঘটনা কখন ও ঘটেনি, কে বা কারা এই কাজের সাথে জড়িত সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে প্রাথমিক ভাবে বিভিন্ন যায়গায় খোজ লাগানো হয়েছে সন্ধান পাওয়া গেলে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এব্যাপারে থানায় কোন ডাইরি করা হয়নি।