তপন সরকার,হোমনা- কুমিল্লার হোমনা উপজেলায় ইউপি নির্বাচনে সদস্য পদের প্রার্থীদের মধ্যে মোরগ প্রতীকের ব্যাপক চাহিদা।গতকাল লটারির মাধ্যমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউপিতে চেয়ারম্যান পদে ৩২ জন, সদস্য পদে ২৪৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে ৭৮টি ওয়ার্ডের অধিকাংশেই একাধিক প্রার্থীর পছন্দ ছিল মোরগ প্রতীক। তাই লটারির মাধ্যমে সমস্যার সমাধান করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল হোসেন বলেন, লটারি করায় প্রার্থীরাও খুশি হয়েছেন।