তপন সরকার; হোমনা- হোমনা উপজেলার কলাগাছিয়া মফিজ এন্ড আছমত উচ্চ বিদ্যালয়ের গভর্নিবডির জন্য চার জন অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অত্র বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে।। নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । নির্বাচনে বিজয়ী প্রাথীরা হলেন মো. আঃ আজিজ ভূইয়া, স্বপন দেবনাথ, মো. নাছির উদ্দিন ও মো. সালে জহর । নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ভূইয়া। নির্বাচনে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, উপজেলা মাধ্যমিক সুপার ভাইজার মো. ফজলে রাব্বি, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আইয়ুব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো. ওমর ফারুক, মো. আওলাদ হোসেন ও মো. মুসলেহ উদ্দিন , । উল্লেখ মোট ৬৯৩ জন ভোটারের মধ্যে ৫৩১ জন ভোট দেন।