তপন সরকার; হোমনা- কুমিল্লার হোমনা উপজেলায় জাল নোটসহ দুই জাল
টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ঘাড়মোড়া বাজার
থেকে তাদেরকে গ্রেফতার করে। এরা হলো- বরিশালের
মুলাদী থানার পাতারচর গ্রামের সালাম চৌকিদারের
ছেলে সাদ্দাম হোসেন(২৫) ও মোসলেম বেপারীর ছেলে
আলতাফ হোসেন (২৮)।
থানা ও স্থানীয়সূত্রে জানা যায়, গরু বাজারে দু’টি
দোকানে তারা দু’জন এক হাজার টাকার দু’টি জাল
নোটের ভাংতি নিতে গেলে লোকজন তাদেরকে গন
ধোলাই দিয়ে আটক করে । পরে পুলিশে খবর পেয়ে
থানার এসআই মুরাদ হোসেন নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ
তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের
দেহ তল্লাশি করে এক হাজার টাকার ৬ টি জাল নোট
উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আবুল ফয়সল
জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে
দেশের বিভিন্ন উপজেলায় সাপ্তাহিক হাটের দিন
ঘুরে ঘুরে জাল নোট বিক্রির কথা স্বীকার করেছেন।
আটককৃতরা পুলিশকে জানান তারা ঢাকায় থাকেন,
যেদিন যে এলাকায় হাট থাকে সেদিন সেই এলাকার
হাটে এসে জাল নোট বিক্রি করেন । গ্রেফতারকৃতদের
বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং আজ মঙ্গলবার
জেল হাজতে প্রেরণ হয়েছে।