তপন সরকার -হোমনা-
কুমিল্লার হোমনায় বেসরকারী স্বেচ্ছাসেবী
সামাজিক সংগঠন দি এনলাইটেন্ট
সোসাইটি উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর
উপলক্ষে ঈদ পূর্নমিলণী
অনুষ্ঠিত হয়েছে । গতকাল শুক্রবার উপজেলার
মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল
আয়োজনের মাধ্যমে এ ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত
হয় ।
কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান
শিক্ষক বিশিষ্ট শিক্ষাবীদ জিএম আতাউর রহমানের
সভাপতিত্বে সোসাইটির পরিচালক মো. শাখির
উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সমাজসেবা
অধিপ্তরে উপ-পরিচালক ও এনলাইটেন্ট সোসাইটির
অন্যতম পরিচালক মো. আইয়ুব খাঁন, শেরেবাংলা কৃষি
বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ আলামিন, কুমিল্লার ইবনে
তায়েমিয়া স্কুল এন্ড কলেজের সহযোগী
অধ্যাপক মো. নাসির উদ্দিন, মাতুয়াইল মা ও শিশু
হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মো. সুমন,
বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে সিনিয়র ইন্সট্রাক্টটর
মো. শাহ আলম, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মো
অহিদুজ্জামন, উপজেলা কুষি সম্প্রসারণ কর্মকর্তা
খাদিজা বেগম,এডভোকেট সুপ্রিমকোর্ট
মো.এনামুল হক সরকার, পশু চিকিৎসক মো. টিটু, ঢাকা
টুবাকো কোম্পানীর পার্সেস অফিসার
মো.আক্তার হোসেন, মো. ফজলুর রহমান,
আইটি বিশেজ্ঞ মো. আমির হোসেন, সহকারী
শিক্ষক মো.জাকির হোসেন, মো. সাইদুর রহমান,
শিক্ষার্থী মো. শামীম প্রমূখ।
জানাগেছে, ১৯৯৬ইং সালে হোমনা উপজেলায়
বিভিন্ন গ্রামের শিক্ষিত ব্যক্তির সমন্বেয়
আলোকিত সমাজ গড়ার লক্ষে এলাকার শিক্ষিত
ব্যক্তির সহযোগীতায় এ সংস্থা আত্ম প্রকাশ
করে। এ সংস্থা স্কুল কলেজে ও বিশ^ বিদ্যালয়ে
পড়ুয়া
শিক্ষার্থীদে কে সার্বিক সহযোগীতার মাধ্যমে
কর্মস্ংস্থান সৃষ্টি থেকে শুরু করে সার্বিক
সহযোগীতা করে আসছে । প্রতিবছর দুই ঈদের
ছুটিতে এলাকা ভিত্তিক ঈদ পূর্ণমিলনীর মাধ্যমে
আলোকিত সমাজ গড়ার লক্ষে গনসচেতনতার
সুষ্ঠির লক্ষে শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ।