তপন সরকার, হোমনা প্রতিনিধি- কুমিল্লার হোমনা উপজেলায় আসন্ন ২৮ মে ইউপি নির্বাচনে ৯ ইউপিতে মোট ৩২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন । এর মধ্যে ২নং ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আবুল কাশেম প্রধান ( আ’লীগ),মো মফিজুল ইসলাম গনি (বিএনপি),মো. আবদুল মালেক আফসারী (জাতীয় পার্টি) । এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩৪১৪ জন,এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৭৫২,মহিলা ভোটারের সংখ্যা ৬৬৬২ । স্থানীয়সূত্রে জানা যায়, এ নির্বাচনে দুই জন প্রার্থীর মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অবাধ ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে এলাকাবাসি। তবে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গনি ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে কাজ করছেন এবং তাঁর অবস্থান খুবই ভাল । এ ছাড়া তার প্রধান প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাাদক ও ডেপুটি কমান্ডার মো. আবুল কাশেম প্রধান নৌকা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন এবং তার অবস্থানও ভাল। এবার ক্ষমতাশীন দলের একক প্রার্থী হিসেবে মাঠে প্রতিদ্বন্ধিতা করছেন এবং ফলাফল ভাল করার আশাবাদি। তবে নাম না বলার শর্তে জনৈক ব্যক্তি বলেন, এ ইউপি নির্বাচনে তিন জন চেয়ারম্যান প্রার্থী অংশ গ্রহন করলেও জন জরীপে নৌকা ও ধানের শীষের মধ্যে দ্বিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।