তপন সরকার, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার ৫ নং আসাদপুর ইউনিয়নের
পাথালিয়াকান্দি প্রিমিয়ার লীগ ক্রিকেট গোলকাপ
টুর্নামেন্টের ফাইনাল
খেলা অনুষ্টিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহন করে
খোদেদাউদ পুর একাদশ বনাম দুলালপুর
একাদশ। খেলায় অপু সরকারের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরাফাত
হোসেন আরিফ, নিটল টাটা গ্রুপ, বিশেষ অতিথি জনাব
ছালামিন সরকার, জেলা অফিসার নিটল টাটা গ্রুফ
কুমিল্লা, আরো উপস্থিত ছিলেন ত মোঃ সোহেল রানা,
মাসুদ সরকার, বাবু সরকার, জুয়েল রানা, মহসিন
সরকার, বাদল মিয়া, শামিম সরকার, আওলাদ হোসেন,
মোঃ কাউসার, মোঃ রহমান, মোঃ সোহাগসহ প্রমুখ।
খেলায় চ্যাম্পিয়ন দুলালপুর দলের
অধিনায়ক আলী হোসেনের হাতে পুরস্কার তুলে দেন
প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবর্গ।