তপন সরকার, হোমনা প্রতিনিধি-
কুমিল্লার হোমনায় মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতি ও হোমনা উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় সভা, পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাসিক সমন্বয় সভা এবং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আমির হোসেন, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, হোমনা পৌরসভার মেয়র জনাব এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবুল ফয়সল,হোমনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোশারফ হোসেনসহ আরও অনেকে । সভাপতিত্ব করেন হোমনা উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব কাজী শহিদুল ইসলাম।আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার কাজী শহিদুল ইসলাম হোমনা উপজেলা সদরে রাস্তায় যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। অত্র উপজেলা মাদক, বাল্য-বিবাহ, ইভটিজিং রোধ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি কঠোর হওয়ার পরামর্শ দেন। এবং হোমনা উপজেলাকে সর্বোপরি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে সকলের সহযোগিতার পাশাপাশি আন্তরিকতা প্রত্যাশা করেন।