তপন সরকার,হোমনা-
কুমিল্লার হোমনা উপজেলায় দলীয় বিধি
নিষেধ উপেক্ষা করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুই বিএনপি নেতাকে বহিস্কার এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় ছাত্রদল সভাপতি, ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল সভাপতিকে কারণ দর্শানোর নোটিস
দিয়েছে উপজেলা বিএনপি। আজ শনিবার উপজেলা
বিএনপির সভাপতি মাহফুজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়। বহিস্কৃত বিএনপি নেতারা হলেন উপজেলার ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মামুন ও ঘাড়মোড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন সম্পাদ মো. মোস্তফা কামাল। অপর দিকে ইউপি
নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে অন্য দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি জহিরুল ইসলাম, নিলখি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল
মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মো. মাহফুজুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।