তপন সরকার,হোমনা প্রতিনিধি-
কুমিল্লার হোমনা উপজেলায় গৃহবধুকে যৌন হয়রানীর দায়ে মো. সোহেল মিয়া (২৬) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম কাজী শহিদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। সে উপজেলার শোভারামপুর গ্রামের মো. আমির হোসেন এর ছেলে। থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল সাজ্জাদ এর নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল সকালে শোভারামপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকে মো. সোহেল মিয়াকে গ্রেফতার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে নয়া আলো”কে বলেন, মো. সোহেল মিয়া ঘাগুটিয়া গ্রামের এক গৃহবধুকে যৌন হয়রানী করে আসছিল। তার কারণে গৃহবধুর সংসার ভেঙ্গে যেতে পারে বলে মেয়েটি থানায় একটি অভিযোগ দিয়েছিল।