তপন সরকার, হোমনা প্রতিনিধি-
কুমিল্লার হোমনায় বাংলাদেশ স্কাউটস সমাবেশর সমাপনী অনুষ্ঠান মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার রাত ৮ টার সময় খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আজিজুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র এডভোকেট মো.নজরুল ইসলাম, হোমনা থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. আবুল ফয়সল ,কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-৩ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.মোশারফ হোসেন ,স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো.মহসীন সরকার। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্কাউট সম্পাদক ও প্রধান শিক্ষক মো.আবদুল কাইয়ুম মারুফ ,স্কাউট কমিশনারও সাবেক প্রধান শিক্ষক মো. আবদুল হাকিম, কোর্স পরিচালক আবদুল হালিম খান,প্রধান শিক্ষক মো, নজরুল ইসলাম,মো. হানিফ সরকার, মো. লুৎফুর রহমান ,এ,টি,এম মফিজুল ইসলাম শরীফ, মো. আবদুস ছাত্তার, সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক যুগল কিশোর ভৌমিক, বিএনপির পৌর যুগ্নসম্পাদক মো.ইয়ামুছা, ইউনিট লীডার মো.দাদন মিয়া, এ,টি,এম মফিজুল ইসলাম শামীম প্রমূখ ।উক্ত স্কাউট সমাবেশে উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২১ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয় ।