কুমিল্লার হোমনায় ৭০ কেজি গাঁজা, তিন যুবককে একটি মাইক্রোসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী উপজেলার গদারচর গ্রামের আবুল কালামের ছেলে শাহিন মিয়া (২৬), মতলব উপজেলার মোহনপুর কাজী বাড়ির নূরুল ইসলামের ছেলে কামাল হোসেন (৪০), বি-পাড়া উপজেলার কল্পবাস উত্তর পাড়ার বাচ্চু মিয়ার ছেলে সোহেল রানা (২৩)।
থানা সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হোমনা-গেীরিপুর রোডে ওভার ব্রীজ সংলগ্ন (পুরাতন বাসস্ট্যান্ড) থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং একটি মাইক্রোসহ ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে (গতকাল রবিবার) জেল হাজতে প্রেরন হয়েছে।