
তপন সরকার-হোমনা, কুমিল্লার হোমনায় উপজেলার ৪নং চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর কানাই সাহা ঘাট নামক স্থানে সিএনজি আটো রিক্সায় পুালিশ অভিযান চালিয়ে ৯ বোতল ১৮০ এমএল ব্যাগপিপার মদসহ রনি সরকার(২২) নামের এক যুবককে আটক করেছে হোমনা থানা পুলিশ । সে উপজেলার ফতের কান্দি গ্রামের রামকৃষ্ণ সরকারের ছেলে ।পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর কাইনসাহা ঘাট এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করার সময় পুলিশের সন্দেহ হলে সিএনজি আটো রিক্সা তল্লাশি করে ৯ বোতল মদ উদ্ধার করে তার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করে এর মধ্যে ১ জন পালিয়ে যায় । এস আই মুরাদ বাদী হয়ে রনি ও লোকনাথ দু’জনের নামে মাদক আইনে মামলা করেছে হয়।হোমনা থানার ওসি রসুল আহমদ নিজামী জানান, আটককৃত যুবক কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।