
Primary
HOMNA NEWS-13-1-2021
M
Md. Taopn Sarker
to
13 hours agoDetails
হোমনা পৌর নির্বাচনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন মো. নজরুল ইসলাম
মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে পুনরায় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।
আজ বুধবার আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এ তথ্য জানায়।
এবিষয়ে বার্তমান মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, প্রিয় দুলাভাই আব্দুল মাতলুব আহমাদ, কুমিল্লা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দের প্রতি।
তিনি বলেন, আশা করছি হোমনা পৌরবাসী আমাকে পুনরায় মেয়র পদে নির্বাচিত করে আধুনিক পৌর শহর গড়ার সুযোগ করে দেবে।
আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।