উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দফা দাবিতে জাতীয় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার আয়োজনে মানবন্ধন, মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ চক্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান সাহেবের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর নিকট স্মারকলিপি স্মারকলিপি প্রধান করা হয়েছে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সিরাজগঞ্জের বেলকুচি শাখার সভাপতি ও দৌলতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদ রানার সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খামারগ্রাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ হায়দার আলী। বাকশিসের বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বানিয়াগাতী এসএন একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ খন্দকার নজরুল ইসলাম, বাকশিস নেতা ও বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক জুলফিকার হায়দার প্রমুখ। বক্তারা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে শিক্ষা জাতীয়করণ, কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের অতিরিক্তি চাঁদা কর্তন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৫ শতাংশ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ বাড়িভাড়া ও পূর্ণাঙ্গ পেনশন প্রদান করতে হবে, অনুপাত প্রথা ব্যতিরেকে শিক্ষকদের পদোন্নতি, টাইম স্কেল প্রদান, নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্তকরণ, কর্মচারীদের চাকরিবিধি প্রণয়ন, বেসরকারি প্রধান শিক্ষকদের সরকারি প্রধান শিক্ষকদের ন্যায় স্কেল প্রদান, কারিগরি ও সাধারণ শিক্ষার বৈষম্য দূরীকরণ, পরীক্ষা পদ্ধতির সংস্কার ও শিক্ষা উপকরণের মূল্য হ্রাস, শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নের ব্যবস্থা গ্রহণসহ ১১ দফা দাবি তুলে ধরেন।