
গীতি গমন চন্দ্র রায়, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) :
প্রায় ১২শ কোটি টাকা ব্যয়ে পাবর্তীপুর-দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় পর্যন্ত ১৫০ কিলোমিটার দীর্ঘ রেল লাইন, ব্রীজ, যাত্রী ছাঁউনি ও ষ্টেশন ভবন নির্মাণ আধুনিকায়ন কাজ প্রায় ৬ মাস পূর্বেই সমাপ্ত হয়েছে। এখনো পর্যন্ত এ রুটে আন্তঃনগর ট্রেন চালু না হওয়ায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এ রেল পথের যাত্রীরা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে সীমাহীন দুর্ভোগের শিকার হলেও আধুনিকায়ন রেল পথের এখনো কোন সুবিধা পাচ্ছে না! যাত্রীরা বিভিন্ন হয়রানি দুর্ভোগে দিনাতিপাত করছে।জানাগেছে, বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের আওতাধীন ২০১০ সালে অক্টোবর মাসে দিনাজপুর জেলার পাবর্তীপুর (রেল জংশন) থেকে উত্তরের পঞ্চগড় জেলা পর্যন্ত ১৫০ কিলোমিটার মিটার গেজ রেল পথকে আধুনিকায়ন ও ডুয়েল গেজে রূপান্তরিত করতে তমা কনস্ট্রাকশন ও ম্যাক্স ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন নামের দু’টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান দু’টি তাদের আধুনিকায়ন সহ সকল প্রকার কাজ সমাপ্ত করলেও আন্তঃ নগর ট্রেন চালু না হওয়ায় এ অঞ্চলের মানুষ দূরপাল্লার ট্রেন ভ্রমণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ইয়াসিন আলী বলেন, এ অঞ্চলে আন্তঃনগর ট্রেন চালু হলে মানুষের অর্থনীতির উন্নতি, বেকারত্ব দুরীকরণ হওয়া সহ দুরপাল্লার ট্রেন ভ্রমণকারীদের অর্থ সাশ্রয় ও নিরাপদ ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে। পীরগঞ্জ পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা কশিরুল আলম জানান, এটি আওয়ামীলীগ সরকারের নজির বিহীন উন্নয়ন। তিনি আরও বলেন, বিএনপি জোট সরকারের আমলে পঞ্চগড় জেলায় জাতীয় সংসদের স্পীকার ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার, ঠাকুরগাঁও জেলায় কৃষি প্রতিমন্ত্রী বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দিনাজপুর জেলায় সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার বড় বোন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান চকলেট দায়িত্ব পালন করেন। এই তিন জেলায় তিন জন বড় মাপের বিএনপির প্রভাবশালী নেতা থাকার পরেও এ অঞ্চলে রেল যোগাযোগের নূন্যতম উন্নয়ন হয়নি। জনস্বার্থে দ্রুত এ অঞ্চলে আন্তঃনগর ট্রেন চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এলাকার সর্বস্তরের মানুষ জোর দাবী জানিয়েছেন।