
আন্তর্জাতিক ডেস্ক:-
যশোরের বেনাপোল স্থলবন্দরের ২৩ নম্বর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই গুদামে আগুন লাগে।বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন জানান, ওই গুদামে পাঁচমিশালি পণ্য ছিল। এগুলোর মধ্যে প্রসাধন ও রাসায়নিক সামগ্রী বেশি ছিল। এসিআই ও গোদরেজ কোম্পানির পণ্য বেশি ছিল। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার পরপরই বেনাপোল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এরপর ঝিকরগাছা, মনিরামপুর ও যশোর থেকে আরো ৬টি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার সময় গুদামের পাশে থাকা একটি খালি ট্রাক পুরোপুরি পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশ-ভারতের বাণিজ্যের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ বেনাপোল স্থলবন্দর দিয়ে হয়ে থাকে। বছরে প্রায় ১২ লাখ পাসপোর্টধারী যাত্রী ও দেড় লাখ ট্রাক পণ্য নিয়ে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াত করে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত অর্থবছর বেনাপোল হয়ে ১৭ লাখ ৬৪ হাজার টন পণ্য আসা-যাওয়া করেছে।