নয়া আলো ডেস্ক-
নাইজেরিয়ার ইসলামী জঙ্গি সংগঠন বোকো হারাম দুই বছর আগে চিবক শহরের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে দুই শতাধিক স্কুলছাত্রী অপহরণ করেছিল। এতদিন পর্যন্ত কেউ জানতো না তাদের খবর। বোকো হারামের প্রকাশিত একটি ভিডিও ক্লিপে ঐ অপহৃত মেয়েদের বেশ কয়েকজনকে দেখা যায়। এতে করে আশাবাদী হয়ে উঠেছে অপহৃতদের বাবা-মায়েরা।
গত ডিসেম্বরে ভিডিওটি ধারণ করার পর সেটা পাঠানো হয়েছে নাইজেরিয়া সরকারের কাছে। সেখানে দেখা গেছে কালো কাপড়ে মোড়ানো ১৫ জন অপহৃত স্কুলছাত্রী। এদের বেশ কয়েকজনকে তাদের বাবামায়েরা ভিডিও দেখে চিহ্নিত করেছে। ২০১৪ সালে তাদেরকে তুলে নিয়ে যাওয়ার পর এই ভিডিওতেই তাদের প্রথম দেখা গেলো।
২০১৪ সালে স্কুল থেকে ২৭৬ জন ছাত্রী অপহরণ করার পর সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। এদের উদ্ধারের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিং ব্যাক আওয়ার গার্লস নামের একটি ক্যাম্পেইনে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওমাবাও যোগ দিয়েছিলেন। কিন্তু এতো চেষ্টা সত্ত্বেও বেশিরভাগ মেয়েই এখনো নিখোঁজ।