কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সকালে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সম্মেলনের তারিখ ঠিক করা হয়েছে।
এর আগে ৬ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগকে মার্চ মাসেই সম্মেলন করার ব্যাপারে নেত্রীর ইচ্ছা বলে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। নেত্রীর ইচ্ছা আগামী মার্চে স্বাধীনতার মাসে ছাত্রলীগ কেন্দ্রীয় সম্মেলন করুক।’
ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা ইত্তেফাককে বলেন, আগামী ১২ জানুয়ারি সংগঠনটির কেন্দ্রিয় সংসদের সভা ডাকা হয়েছে। সেখানে সম্মেলনের বিষয়ে আলোচনা হতে পারে।
Please follow and like us: