
নাজিম হাসান,রাজশাহী :
রাজশাহীতে শহীদ এই্চএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত ৮ম মহিলা জাতীয় ক্রিকেট লীগে গতকাল সিলেট ডিভিশন ৪ উইকেটে হারায় ঢাকা ডিভিশনকে। টস জয়ী ঢাকা ব্যাট করতে নেমে ৪০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ সারমিন আক্তার ২৪ ও সোহেলী আক্তার ২৬ রান করে। বিপক্ষে সাইলা সারমিন ১৬ রানে ২টি ও সানজিদা জান্নাত ৩৫ রানে ৫টি উইকেট নেন। সিলেট ডিভিশন ১১৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ৬ উইকেট হারিয়ে টার্গেট পুর্ন করে। দলের পক্ষে সর্বোচ্চ মোরশেদা খাতুন ৫২ ও সাইলা সারমিন ৪৫ রান করে। বিপক্ষে লিলি রানী ২৬ রানে ৩টি ও জেরিন তাসনিন ২৬ রানে ২টি উইকেট নেন। আজ রেষ্ট ও অনুশিলন।