ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে অবৈধভাবে বসবাসরত ৮০,০০০ বাংলাদেশিকে ফেরৎ পাঠাবে ২৮ দেশের এই জোট।
সোমবার ইইউ প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এই তথ্য জানান।
এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত ইইউ প্রতিনিধিদল। ইইউর ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান লেফলারের নেতৃত্বে বৈঠকে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ভিসার মেয়াদ না থাকা, ছাত্রত্ব শেষ হয়ে যাওয়াসহ নানা কারণে এসব বাংলাদেশি ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে পড়েছেন।
Please follow and like us: