
জিহাদুল ইসলাম, ভোলা জেলা প্রতিনিধি:
ভোলায় আসন্ন মাহেরমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগতমিছিল করেছে ইসলামী আন্দোলন ভোলাজেলা শাখাবৃহস্পতিবার দুপুর ২টায়শহারের কালিনাথ রায়ের বাজার থেকে এমিছিল শুরু হয়। স্বাগত মিছিলটি শহারেরপ্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায়একই স্থানে গিয়ে শেষে হয়।মিছিলে মাহেরমাজানে দিনের বেলায় হোটেল রেস্তরাবন্ধসহ নিত্য পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যেরাখতে বিভিন্ন শ্লোগান দেন ইসলামীআন্দোলনের নেতাকর্মীরা।মিছিলেইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিকআন্দোলন, ইসলামী যুব আন্দোলন ওইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।মিছিল শেষেশহরের হাটখোলা জামে মসজিদের সামনেএক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামীআন্দোলন ভোলা জেলার যুগ্ম সম্পাদকমাও. তরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনাসম্পাদক মাও. ইউছুফ আদনান, ইসলামীশ্রমিক আন্দোলন ভোলা জেলার সাধারণসম্পাদক মাও. গোলাম মোরশেদ, ছাত্রআন্দোলনের জেলা সভাপতি সৈয়দ মো.ইমরান প্রমূখ।এ সময় বক্তারা মাহে রমাজানের পবিত্রতারক্ষার্থে দিনের বেলায় সকল হোটেলরেস্তোরা বন্ধ রাখাসহ নিত্য প্রয়োজনীয়সকল পণ্যের দাম ক্রয় ক্ষমাতার মধ্যেরাখার জোর দাবি জানান।