ইমরান খান রাজ (দোহার প্রতিনিধি)
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা এলাকায় অভিযান চালিয়ে মো: আল-আমীন নামে এক যুবককে এক হাজার পিছ ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল। আটককৃত আল-আমীন উপজেলার বাহ্রা এলাকার কাহুর গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার বাহ্রা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আল-আমীনকে তার শশুর বাড়ি থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ঢাকা) উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম আটকের বিষয়টি স্বীকার করে বলেন, সে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মাদকের ব্যবসা করছিলো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নবাবগঞ্জ হস্তান্তর করা হয়।