মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ‘পিএইচডি ওয়ার্কশপ’ আজ ১২ই ফেব্রুয়ারি (সোমবার) আইকিউএসি’র সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ‘বাইনারী ইউনিভার্সিটি অব মালয়েশিয়া’ এর ডীন ও সহযোগী অধ্যাপক ড. আসিফ উক্ত কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে বাইনারী ইউনিভার্সিটি এর অধীনে পিএইচডি ডিগ্রী অর্জন করতে পারবেন এবং এক্ষেত্রে শিক্ষকদের কী কী করণীয়” এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু সকালে উক্ত কর্মশালার উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, ভাষা ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনসুর মুসা উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার অধীনে প্রতি বছর ৮ জন শিক্ষককে ‘বাইনারী ইউনিভার্সিটি অব মালয়েশিয়া’ পিএইচডি ডিগ্রী সম্পন্ন করতে বৃত্তি প্রদান করবে। এছাড়া আন্তর্জাতিক সেমিনার, ওয়ার্কশপ, গবেষণা এবং মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা ২টি সেমিস্টার বাইনারী ইউনিভার্সিটিতে সম্পন্ন করার সুযোগ করবে।