
মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয়ঃ
আগামীকাল ২৬ এপ্রিল ) থেকে শুরু হচ্ছে গণ বিশ্ববিদ্যালয়ের এপ্রিল-২০১৮ সেমিস্টার ফাইনাল পরীক্ষা। সেমিস্টার পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা ফেসবুকে ব্যক্ত করেছেন বিভিন্ন ধরনের অনুভূতি। কারো কাছে সেমিস্টার পরীক্ষা মানে হতাশা, আবার কারো কাছে উড়ে এসে জুড়ে বসা কোনো কিছু।
ইংরেজি বিভাগের ৫ম সেমিস্টারের খাদিজা আক্তার তন্বীর মতে,” ইদানীং বইয়ের উপর ভালোবাসাটা মনে হয় একটু বেশীই বেড়ে গেছে।পড়তে বসলেই শুধু উনার বুকে মাথা দিয়ে ঘুমাতে মন চায়।”
ফার্মেসী বিভাগের দ্বিপালী আক্তার দিপার তাঁর ফেসবুক টাইমলাইনে লিখেছেন, “তাকে আটকে রাখার চেষ্টা বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাড়িয়ে দেখছি শেষ টা জানালায়!”
আবার ইংরেজি বিভাগের হ্লা মং উপ্ল মারমা লিখেছেন,” পরীক্ষার বিরুদ্ধে আন্দোলন করতে চাই। কে কে আমার সাথে আছেন হাত তুলুন!!”
ব্যবসায় প্রশাসন বিভাগের আইভান লিখেছেন, “দূর্যোগের নাম, সেমিস্টার ফাইনাল!”
Please follow and like us: