৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




কলাপাড়ায় খেয়াঘাট সংস্কারের অভাবে ভোগান্তিতে সাধারণ মানুষ।

এইচ এম সাইফুল নুর, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২৩, ২৩:৫২ | 688 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুয়াখালীর কলাপাড়ায় খেয়াঘাটের বেহাল দশায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া-নীলগঞ্জ পারাপারের খেয়া ঘাটটি দীর্ঘ কয়েকটি বছর ধরে ভাঙা অবস্থায় থাকলেও নেয়া হয়নি সংষ্কারের কোন উদ্যোগ। অত্যান্ত আতঙ্ক নিয়ে চলাচল করছে এলাকাবাসী। প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। যেকোনো মুহূর্তে খেয়াঘাটের বাকি অংশ  নদী গর্ভে বিলীন হতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।

সরেজমিনে জানা যায়, এ খেয়া ঘাটটি উপজেলার মিঠাগঞ্জ, ডালবুগঞ্জ ও ধুলাসারসহ পাচ ইউনিয়নের জনসাধারণের উপজেলা সদরের সাথে যোগাযোগের অত্যান্ত গুরুত্ব বহন করে। নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের আঘাতে গত ৩ বছর ধরে  খেয়া ঘাটটির প্রায় ৩০ ফুট  ফাটলসহ ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ওই সকল এলাকার স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ ভোগান্তিতে পড়েছে  শত শত মানুষ। নদীতে ভাটার সময় খেয়াঘাট হতে ওঠানামা করতে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের।
তেগাছিয়া খেয়া ইজারাদার মো. রিয়াজ বলেন, দীর্ঘ ৩ বছর ধরে খেয়া ঘাটটির এমন অবস্থা। এই খেয়া দিয়ে দৈনিক শত শত মানুষের পাড়াপাড় হয়। ভাঙ্গনের কারনে মোটরসাইকেল সহ সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পরতে হয়। ঘাটটি সংস্করণ করে সাধারণ মানুষের দুঃখ লাঘবের জন্য আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, জনদূর্ভোগ হলে দ্রুত সময়ের মধ্যে ঘাট করে দেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET