সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কাজিপুরে দূর্বৃত্তের আগুনে স্কুল পুড়ে ছাই ! 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে ভানুডাঙ্গা বাজারের এভারগ্রীন মাল্টিমিডিয়া নামের একটি কিন্ডারগার্টেন স্কুল। এতে ওই স্কুলের শ্রেণীকক্ষ ও আসবাবপত্র পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এঘটনায় শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাতে স্কুলের পরিচালক কামরুল ইসলাম বাদী হয়ে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা গেছে, ২০১৫ সালে কামরুল ইসলাম কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা বাজারে এভারগ্রীন মাল্টিমিডিয়া কেজি স্কুল প্রতিষ্ঠা করেন।  বর্তমানে ওই স্কুলে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। গত বৃহস্পতিবার রাতে কে বা কারা ওই স্কুলে আগুন দেয়।
সংবাদ পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে  স্কুলের শ্রেণীকক্ষ, আসবাবপত্র, পাঠ্যবই সহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে যায়।
স্কুলের পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার স্কুল ছুটির পর সবাই বাড়িতে চলে গেলে রাতে অগ্নিকান্ডের সংবাদ পাই।’
কাজিপুর থানার অফিসার ইনচার্জ  এ.কে.এম লুৎফর রহমান বলেন,‘ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
Please follow and like us: