১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • বিশেষ প্রতিবেদন
  • প্রধানমন্ত্রীর বিশেষ ওএমএস চাল নিয়ে রামগঞ্জে পৌরসভার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।




প্রধানমন্ত্রীর বিশেষ ওএমএস চাল নিয়ে রামগঞ্জে পৌরসভার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৯ ২০২১, ১৯:০২ | 941 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনায় দেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বরাদ্ধে ও এম এস কর্মসূচী আওতায় চাল ৩০ টাকায় ও আটা ১৮ টাকায় বিক্রিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ডিলার পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন দেলু এসপির ছেলে কামাল হোসেনের বিরুদ্ধে উত্তোলনকৃত প্রায় ৩টন চাল বিক্রি না করে মজুদ রেখে সংশ্লিষ্টদের ম্যানেজ করে গতকাল বুধবার আরো সাড়ে ৪ টন চাল উত্তোলনের ডিও নেওয়া ও তার বিরুদ্ধে বিধি অমান্য করে ডিলার সীপ নেওয়ার অভিযোগ পাওয়া যায়৷
অভিযোগ সূত্রে জানা যায়, পৌর কাউন্সিল দেলুএসপির ছেলে কামাল হোসেন তিন আগে ওএমএস কর্মসূচীর চাল ও আটা খোলা বাজারে বিক্রির জন্য সাড়ে ৪ টন চাল উত্তোলন করেন৷ পরবর্তিতে প্রচার প্রচারনা না করে শুধু ফটোসেশন মাধ্যমে নিজস্ব কিছু লোকের কাছে চাল বিক্রি দেখিয়ে কাউন্সিলর দেলু এসপির নিজস্ব অফিসে ওই চাল মজুত করে রাখে৷ এদিকে সকল নিয়মনীতিকে উপেক্ষা করে গতকাল বুধবার আবারও সাড়ে ৪ টন চাল উত্তোলনের জন্য ডিও নিয়ে চাল উত্তোলনের চেষ্টা করে৷ এ ছাড়াও কোন জনপ্রতিনিধি ও তার ছেলে -মেয়ে এবং আতœীয় স্বজন ডিলার সীপ নেওয়ার নিয়ম না থাকলেও কাউন্সিলর দেলোয়ার হোসেন দেলু এসপি তার ছেলে কামাল হোসেনের নামে ডিলারসীপ নেয়৷ গতকাল বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটের সরেজমিনে কাউন্সিলর দেলু এসপি অফিসে গেলে দেখা যায় ৫০কেজি ওজনের প্রায় ৫০ থেকে ৬০ সরকারী চালে বস্তা পড়ে আছে৷ এ সময় দেলু এসপি বলেন, এ বস্তাগুলি ডিও মাধ্যমে উত্তোলনকৃত চাল৷ তাৎক্ষনিক রামগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) সমীর কুমার দেবনাথে সাথে যোগাযোগ করলে তিনি জানান,ডিলার কামাল হোসেন খাদ্য গুদাম থেকে মাল উত্তোলন করে নাই৷
রামগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান,ডিলার কামাল হোসেনের ডিও বুধবার দুপুরের অন্য ডিলারদের সাথে দেওয়া হয়েছে৷ চাল বিতরনে অনিয়ম দেখবে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ব্যবস্থা গ্রহন করবে নির্বাহী কর্মকর্তা৷
রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী জানান, ডিলার নিয়োগ দেন উপজেলা থেকে এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসার কোন অনিয়ম ধরবে৷
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান,কোন অনিয়মকে ছাড় দেওয়া হবে না৷ আমি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET