রবিবার , ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণ পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ ইউপি সদস্য আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

 যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিন সহ হাবিবুর রহমান (৪০)নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র্র্যার। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকৃত আসামি পুটখালী গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে ও একই ইউনিয়ন পরিষদের মেম্বার। যশোর র্র্যার-৬ কোম্পানি কমান্ডার লে: এম সরোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত সীমান্ত থেকে পার করে পুটখালী মেম্বার হাবিব তার বাড়িতে বিপুল পরিমানের অস্ত্রের চালান মজুদ করছে। এমন খবরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করা হয়।তার স্বীকারোক্তি মূলক গোপন ঘর থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল।অস্ত্রের চালান সহ আসামি কে নিকটস্থ থানায় সোপর্দ করা হবে।

Please follow and like us: