মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি ঃপঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দলুয়া উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দূরর্নীতি দমন কমিশনের কর্মসুচির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা চর্চার অংশ হিসেবে সততা স্টোর স্থাপন একটি অন্যতম সিদ্ধান্ত। ১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে দলুয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপ জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সততা স্টোরের কার্যক্রম ও শিক্ষার্থীদের করনীয় সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রেখে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা চর্চার লক্ষ্যে ফিতা কেটে বিক্রেতা বিহীন সততা স্টোরের শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দূরর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তৌহিদুল আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফি সার মোঃ তোবারক হুসেন, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দূরর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী প্রমুখ। আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দীনের সভা পতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক। প্রধান অতিথিবলেন ,দূরর্নীতি দমন কমিশন(দুদক) এর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা, মানবীয় গুণাবলী ও মূল্যবোধ গড়ে তুলতে বিক্রেতা বিহীন এ সততা স্টোর চালু করা হলো। সততা স্টোরে শিক্ষার্থীদের
নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ টিফিনের মালামাল থাকবে। স্কুল চলাকালীন কোন শিক্ষার্থীর স্কুল ক্যাম্পা সের বাহিরে যাওয়ার প্রয়োজন হবে না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী,অভিভাবক, উপজেলা দূরনীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।