মোঃ আব্দুল আজিজ,হিলি প্রতিনিধি:
ভারতের মহাত্না গান্ধীর জন্ম দিন উপলক্ষে আজ বুধবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।হিলি কাষ্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসো সিয়েশনের সাধারন সম্পাদর আব্দুর রহমান লিটন জানান, ভারতের মহাত্না গান্ধীর জন্ম দিন উপলক্ষ্যে শুধু মাত্র এক দিনের জন্য বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেপুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।তবে আজ আমদানরি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের বে-সরকারী অপা রেটর পানামা হিলি পোর্ট অভ্যন্তরে লোড অনলো ডের কাজ স্বাভাবিক থাকবে।এদিকে হিলি ইমি গ্রেশন ওসি রফিকুজ্জামান জানান, আমদানী-রপ্তানির বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।