কুমিল্লার চৌদ্দগ্রামে মানবতার সংগঠন “চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান”র আহ্বায়ক কমিটি গত (২৫শে ডিসেম্বর) রোববার সংগঠনের আলোচনা সভায় ২০২৩-২০২৫ সালের আংশিক কমিটি গঠন করা হয়। এতে জাকির হোসেনকে সভাপতি, আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ শাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম প্রবাসীর সূর্য সন্তান সংগঠনের আহ্বায়ক মোঃ লোকমান হোসেন আপন। নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে মানবতার সেবকদের জন্য অবিরাম ভালোবাসা ও শুভকামনা রইল। আশা করি নতুন কমিটি আগামী দিনে কার্যক্রম আরো বেগবান ও গতিশীল করবেন এই প্রত্যাশা করে পোষ্ট দিচ্ছে নেটিজেনরা।