সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা উপকরণ চারাগাছ, সার ও দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়। এসময় সমাজ উন্নয়নে ভূমি রাখায় বিভিন্ন পর্যায়ের গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করে সংগঠনটি। গতকাল রবিবার (১২ অক্টোবর) ছাগলনাইয়া উপজেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি এম জি কিবরিয়া মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাজিব এবং নির্বাহী সদস্য রেজাউল করিম লাকির যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ, নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, ফেনী সমিতি ঢাকার আহ্বায়ক আব্দুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক নুর আহমেদ মজুমদার, সদস্য সচিব আলমগীর বিএ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনী জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য মশিউর রহমান খোকন, সাবেক উপজেলা ভাই চেয়ারম্যান আবু আহাম্মদ ভূঁইয়া, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল লতিফ, ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান জাফর হোসেন মজুমদার, উপজেলা যুবদলের সভাপতি কাজী জসিম উদ্দিন, বিআরডিবির সহ সভাপতি আব্দুল মোমিন, হাফেজ সৌরভ হোসেন, বদরুদ্দোজা ভূৃৃঁইয়া তারেক, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা রবিউলক চৌধুরী মাহবুব, উপদেষ্টা কপিল উদ্দিন মজুমদার, মুহাম্মদ বদরুদ্দোজা ভূঁইয়া তারেক, মোঃ নুর হোসেন মজুমদার, আবু তৈয়ব। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উপজেলা শাখার নির্বাহী সদস্য আইনুল করিম বাবু, শহীদ রানা, আকবর হোসেন পারভেজ, সাখাওয়াত হোসেন, মোঃ রাসেল, সাজেদ রুবেল, ওমর ফারুক প্রমুখ। এসময় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ছাগলনাইয়া উপজেলা শাখার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।