
পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডের ঘটনায় ১৭টি পরিবারের বসতঘর সহ অন্যান্য সম্পদ পুড়ে ভূষ্মিভুত হয়েছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শনিবার ( ১৮ নভেম্বর) বিকেলে উপজেলর তোড়িয়া ইউনিয়নের দাড়খোর ধনুপাড়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানান, বিকাল আনুমানিক ৪টার দিকে ঝরেণ বাবুর রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ঝরেণ বাবুর রান্না ঘরের খড়ির আগুন ঘরের বেড়ায় দেখতে পেয়ে পরিবারের লোকজন চিল্লাহল্লা করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ওই সময়ে বাতাস থাকার কারণে মুহুর্তেই প্রফুল্ল রায়, রঞ্জিত,কৈল্যাশ, প্রদীপ, কলেজ রায়, বঙ্কিম, সুন্দর বাবু, দুর্জয়, হাব্বর আলী, আবু তাহের, হাসিবুল, সাইফুল, পন্তা, টুণি বর্মন, এবং সজিব রায়ের বসতঘর সহ অন্যান্য ঘর, ধান-চাউল, কাপড়-চোপড়,আসবাবপত্র সহ মূল্যবান কাগজপত্র ভূষ্মিভুত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম ঘটনাস্থল পরিদর্শন করেন । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তাৎক্ষনিক চাল,ডাল, তেল সহ কম্বল বিতরণ করেন এবং পরবর্তীতে আরো সরকারি সহায়তা করার আশ^াস দেন । তিনি ক্ষতিগ্রস্থ পরিবারদের সহযোগিতায় এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।