৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল




আটোয়ারীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০২৪, ১৪:১১ | 627 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) মাগরিববাদ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মডেল মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর আটোয়ারী উপজেলা আমীর মাওঃ মোঃ ইউনুছ আলী খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ খাদেমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা সেক্রেটারী মাওঃ দেলোয়ার হোসাইন সীরাতুন্নবী (সাঃ) এর গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে আলোচনা করেন। এ সময় আরও আলোচনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার বায়তুলমাল সেক্রেটারী মাওঃ মকলেছুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারী মোঃ সাদ্দাম হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওঃ মোঃ আজগার আলী। প্রধান অতিথি তার বক্তব্যে রাসুলে করীম(সাঃ) এর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তা আমাদের ব্যক্তিগত জীবনে আমলে পরিণত করার আহবান জানান। তিনি আরও বলেন, সিরাতের আলোচনাকে ব্যবহারিক জীবনে বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন করার কোন বিকল্প নেই। রাসুল (সাঃ) কে বুঝতে হলে ইসলামী আন্দোলনে সবাইকে সক্রিয় থাকতে হবে। আলোচকগণ রাসুলের জীবন আদর্শের আলোকে একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্যে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অনেক কর্মী, সহযোগি ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET